সাংসদ ডা. শিরীন শারমিন চৌধুরীর বরাবরে পীরগঞ্জের বিতর্কিত ইউএনও টিমএমএ মমিনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দাখিল । 325 0
ছবি, পীরগঞ্জের বিতর্কিত ইউএনও টিমএমএ মমিনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দাখিল ।
পীরগঞ্জ(রংপুর)প্রতিনিধি
মহান জাতীয় সংসদের স্পিকার ও রংপুরের পীরগঞ্জের সাংসদ ডা. শিরীন শারমিন চৌধুরীর বরাবরে পীরগঞ্জের বিতর্কিত ইউএনও টিমএমএ মমিনের বিরুদ্ধে পীরগঞ্জবাসীর পক্ষে দূর্নীতি বিরোধী সংগ্রাম পরিষদ” এর প্যাডে গতকাল বৃহস্পতিবার তাঁর পীরগঞ্জ কার্যালয়ে লিখিত অভিযোগ দাখিল করা হয়।
অভিযোগ সূত্রে জানা য়ায়,ইউএনও মমিন নানা অনিয়ম ও অব্যবস্থাপনার মাধ্যমে পীরগঞ্জের ভাবমূর্তি নষ্ট করেছে। তিনি উপজেলা পরিষদ চত্তারে যাতায়াতের রাস্তায় বিভিন্নভাবে বেরিকেড দিয়ে জনদূর্ভোগ সৃষ্টি করেছে। গাছপালা কেটে পরিবেশের বিপর্যয়। সম্প্রতি ভ্রাম্যমাণ আদালতে পীরগঞ্জ মোহনা ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করলেও ওই প্রতিষ্ঠানের মালিক মিঠু আদালত অবমাননা করে সিলগালাকৃত তালা ভাংলেও তার বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে প্রশাসন কে প্রশ্নবিদ্ধ করেছে। প্রায় অর্ধশতাধিক মানুষের স্বাক্ষরিত ওই অভিযোগ পত্রের মাধ্যমে তদন্ত সাপেক্ষে ইউএনও মমিনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহরে জোর দাবী জানালে স্পিকার ডা. শিরীন শারমিন চৌধুরী এমপি ব্যবস্থা গ্রহণের আশ্বাষ দেন।